এক নাটকে চার চরিত্রে আসাদুজ্জামান নূর!

এক নাটকে চার চরিত্রে আসাদুজ্জামান নূর!

অনলাইন ডেস্ক :

দেশের খ্যাতিমান অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর রাজনৈতিক ব্যস্ততার কারণে অভিনয়ে অনিয়মিত। তারপরও সব ব্যস্ততাকে পাশ কাটিয়ে তিনি মাঝে মধ্যে অভিনয় করেন। সেই ধারাবাহিকতায় দীর্ঘদিন পর বিটিভিতে প্রচারিত শিশুতোষ গোয়েন্দা ধারাবাহিক নাটক ‘বিন্দু বিন্দু গোয়েন্দাগিরি’তে চার রূপে দেখা যাবে তাকে। গল্পটির নাম ‘আগুনপাখির বাসা’। নাটকে সুইপার সুখলাল, মালি জগলুল, দারোয়ান শাহনূর ও মুক্তিযোদ্ধা নাসির আহমেদের চরিত্রে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর। ধারাবাহিকটি প্রচারিত হচ্ছে প্রতি শনিবার সকাল সাড়ে ১০টায়। এর ২৩তম পর্ব থেকে ২৬তম পর্বে দেখা যাবে বরেণ্য এই অভিনেতাকে। ‘আগুনপাখির বাসা’ গল্পটি প্রচার শুরু হবে আগামী ২৬ মার্চ থেকে। এর রচয়িতা স্বপন নাথ। প্রযোজনায় আছেন মো. এরশাদ হোসেন। এ প্রসঙ্গে এরশাদ হোসেন বলেন, নাটকের গল্পে দেখা যাবে, শিশু গোয়েন্দা মিতু ও টিটু বন্ধুদের মাধ্যমে জানতে পারে ‘আগুনপাখির বাসা’ নামের মহল্লার পুরোনো বাড়িতে নাসির আহমেদ নামে একজন নতুন ব্যক্তি এসেছেন। কিন্তু তাকে কখনও দেখা যায় না। মিতু-টিটুরা খেয়াল করে এই চারজরকে কখনও একসঙ্গে দেখা যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *