অনলাইন ডেস্ক :
এক ফ্রেমে বাংলা সিনেমার পাঁচ তারকা। তার মধ্যে চার জন চিত্রনায়ক এবং একজন চিত্রগাহক রয়েছেন। ছবির বা থেকে চিত্রনায়ক নাঈম, চিত্রনায়ক ওমরসানী, মাঝখানে রয়েছেন চিত্রগ্রাহক জেড এইচ মিন্টু, তারপর প্রয়াত অমর নায়ক সালমান শাহ্ এবং চিত্রনায়ক আমিন খান। ছবিটি ঠিক কত সালে তোলা তা জানা যায়নি। তবে ছবিটি নব্বই দশকের হতে পারে বলে ধারণা করা হয়।