এখনো ফোনের ওয়ালপেপারে রয়েছেন সিদ্ধার্থ!

এখনো ফোনের ওয়ালপেপারে রয়েছেন সিদ্ধার্থ!

অনলাইন ডেস্ক :

লাখো ভক্ত-অনুরাগীকে কাটিয়ে গত বছর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অভিনেতা ও ‘বিগ-বস’জয়ী সিদ্ধার্থ শুক্লা। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিলেন তিনি।

সিদ্ধার্থের অকাল প্রয়াণ মেনে নিতে পারেননি তার চর্চিত বান্ধবী শেহনাজ গিল। নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নিয়েছিলেন এই অভিনেত্রী। ছিলেন না সামাজিক যোগাযোগমাধ্যমেও। ভেঙে পড়েছিলেন মানসিকভাবে। সম্প্রতি কিছুটা স্বাভাবিক হয়েছেন তিনি। কাজও করছেন নিয়মিত এখন।

মঙ্গলবার (৫ এপ্রিল) পাপারাজ্জির লেন্সবন্দি হন শেহনাজ গিল। সাদা শার্ট এবং কালো জিনস পরে দেখা মেলে শেহনাজের। নেটমাধ্যমে পাপারাজ্জি ছবি ছাড়তেই নেটিজেনের নজর এড়াতে পারেনি অভিনেত্রীর ফোনের ওয়ালপেপার।

ক্যামেরায় তার ছবির সঙ্গে ফোনের ওয়ালপেপারে দেখা যাচ্ছিল তার ও সিদ্ধার্থের হাতধরা একটি ছবি, যা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন সিদ্ধার্থভক্তরা। নেটমাধ্যমে হুহু করে ভাইরাল হয়েছে সেই ছবি।

ভারতীয় টিভি শো ‘বিগ-বস’-এর মধ্যে শেহনাজ গিলের সঙ্গে সিদ্ধার্থের বন্ধুত্ব গাঢ় হয়। ইন্ডাস্ট্রিতে কান পাতলে তাদের সম্পর্কের গুঞ্জন বেজায় চর্চায় ছিল। ‘সিদনাজ’ নামে তারা বেশ জনপ্রিয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *