অনলাইন ডেস্ক :
দক্ষিণ ভারতীয় ছবির জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসানের বাবা কামাল হাসান ভারতীয় চলচ্চিত্রের একজন জীবন্ত কিংবদন্তি। অন্যদিকে, বাবার মতো অত বিখ্যাত না হলেও শ্রুতির মা সারিকাও নিজের সময়ে অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী ছিলেন। চোখের সামনে বাবা-মায়ের ১৬ বছরের বৈবাহিক জীবনের সমাপ্তি হতে দেখেছেন শ্রুতি। যদিও বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ নিয়ে শ্রুতির কোনো আপত্তি ছিল না, তবে নিজের বিয়ে নিয়ে তার জোর ভীতি রয়েছে। বিয়ের বিষয়ে শ্রুতি হাসান এতটাই নেতিবাচক যে বিয়ের নাম শুনলেই তিনি বেশ বিচলিত হয়ে পড়েন। এমনকি এখনই বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা নেই বলেও জানান ৩৬ বছর বয়সী এ অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব কথা বলেন শ্রুতি। শ্রুতি হাসানের ভাষ্য, বিয়ের চিন্তাভাবনা আমাকে বিচলিত করে তোলে। এখনই বিয়ে নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই। বর্তমানে শ্রুতি হাসান প্রেম করছেন ডিজিটাল চিত্রকর শান্তনু হাজারিকার সঙ্গে। ২০২০ সাল থেকেই দুজনের মধ্যে মন দেয়া-নেয়া চলছে।