অনলাইন ডেস্ক :
এ সময়ের ব্যস্ত অভিনেত্রী ও মডেল এনিলা তানজুম। এই প্রথম নির্মাতা লিটু করিমের টেলিফিল্মে অভিনয় করতে যাচ্ছেন। টেলিফিল্মটির নাম ‘পোড়ামুখি’। শুটিং হবে আগামী ২৬ ও ২৭ ফরিদপুরের বিভিন্ন লোকেশনে। এ টেলিফিল্মে আরো অভিনয় করছেন ফজলুর রহমান বাবু,আনিসুর রহমান মিলন,স্বাগতা, চৈতন্য বসাক,হাসান রাজিব ও শাহীন সিকদার।
এ টেলিফিল্ম সম্পর্কে অভিনেত্রী এনিলা তানজুম বলেন, ‘পোড়ামুখি’ টেলিফিল্মের গল্প শুনেই আমার ভালো লেগেছে তাই কাজটা করতে রাজি হয়েছি। বর্তমানে আমাদের দেশে যে ধরনের গল্প নিয়ে টেলিফিল্ম নির্মাণ হচ্ছে তার চেয়ে আলাদা কিছু হবে ‘পোড়ামুখি’। আমার চরিত্রটাও ভিন্ন রকমের। এ জাতীয় চরিত্র আমি এর আগে কখনো করিনি। তবে আমি আশাবাদী মানুষ তাই আশা করছি ভালো কিছু হবে। বাকিটা আল্লাহ ভরসা।
নির্মাতা লিটু করিম বলেন, গল্প ও চরিত্রের সাথে যায় এমন একজন অভিনেত্রী খুঁজছিলাম আমি। অবশেষে পেয়ে গেলাম এনিলা তানজুমকে। আমার বিশ্বাস আমার ভাবনার বাস্তব রুপ দেবে সে। আমি তার আলোকিত জীবন কামনা করছি।