অনলাইন ডেস্ক :
সিনেমার শুটিং বা নানা কারণে এফডিসিতে দেখা মিলে তারকাদের। এ কারণে এফডিসি নিয়ে ইউটিউবারদের আগ্রহ একটি বেশি। তারকাদের নিয়ে ভিডিও কন্টেন্ট মানেই লাখ লাখ ভিউ। অনেক সময় অধিক ভিউয়ের আশায় মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে এফডিসি ও শিল্পীদের ভাবমূর্তি নষ্ট করে অনেক ইউটিউবার! এফডিসিতে বহিরাগতদের প্রবেশ বন্ধে অসংখ্যবার খবর প্রকাশ হলেও কোনো সুরাহা হয়নি। ফাঁকফোকর দিয়ে ঠিকই ঢুকে পড়ছেন তারা। এফডিসিতে ইউটিউবারদের উপস্থিতি নতুন কিছু নয়। এর আগেও শিল্পী ও কুশলীদের হেয় করেছেন কিছু কিছু ইউটিউবার। তবে এদের এফডিসিতে প্রবেশের বিষয় অধিকাংশ ক্ষেত্রে প্রযোজক, পরিচালক, শিল্পীরাই দায়ী! কারণ প্রতিপক্ষকে হেয় করতে নিজেরাই ইউটিউবারদের এফডিসিতে প্রবেশ করান। এদিকে ইউটিউবারদের উৎপাতে সাংবাদিকরাও সঠিকভাবে কাজ করতে পারছেন না। অনেক সময় ইউটিউবারের আতঙ্কে সাংবাদিকদের ভিডিও বাইট দিতে অপারগতা প্রকাশ করেন শিল্পীরা।