বিনোদন ডেস্ক :
জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’তে এবার দেখা যাবে সিলেটের শিল্পী তসিবা বেগমকে। যিনি আঞ্চলিক গান ‘নয়া দামান’ দিয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। শিল্পী তসিবা জানান, ‘ইত্যাদি’তে গানটির প্রকৃত ইতিহাস তুলে ধরা হবে। থাকবেন সেই চিকিৎসকরা, যাদের নৃত্যের মাধ্যমে ভাইরাল হয় গানটি। গানটি নতুন করে রেকর্ড করা হয়েছে। গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন ‘ইত্যাদি’র নিয়মিত নৃত্যশিল্পীরা। ঢাকার উত্তরায় দিয়াবাড়িতে মেট্রোরেল লাইন-৬ এর ডিপোতে এবারের পর্বটি ধারণ করা হয়েছে। আগামী ৩০ জুলাই শুক্রবার রাত ৮ টার সংবাদের পর বিটিভিতে দেখানো হবে করোনাকালে ধারণকৃত ‘ইত্যাদি’র নতুন পর্বটি।