বিনোদন ডেস্ক :
প্রতি বছর বাংলাদেশ থেকে একটি মাত্র ছবি অস্কারে লড়াইয়ের জন্য পাঠানো হয়। তবে এবার লড়বে বাংলাদেশের দুটি ছবি—রেহানা ‘মরিয়ম নূর’ ও ‘গোর’। ২০০৩ সাল থেকে ‘মাটির ময়না’ ছবির মাধ্যমে বাংলাদেশ অস্কারের ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে ছবি পাঠায়। সে ধারাবাহিকতায় এবার বাংলাদেশ অস্কার কমিটি পাঠাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’। অন্যদিকে ‘গোর’ লড়বে সাধারণ বিভাগে। বিষয়টি ব্যাখা করেছেন ‘গোর’-এর পরিচালক গাজী রাকায়েত। তিনি গণমাধ্যমে বলেন, দুটি অস্কারে লড়ছে আলাদা আলাদা বিভাগে। আমাদের ছবি ‘গোর’ অস্কারের সেরা ছবি, অভিনেতাসহ সকল বিভাগে পুরস্কারের জন্য লড়তে পারবে।