অনলাইন ডেস্ক :
বিগ বাজেটের ধামাকা সিনেমা মানেই পরিচালক রাজামৌলির সিনেমা। বাহুবলির পর ‘আরআরআর’ সিনেমা দিয়ে বক্স অফিস কাঁপিয়েছেন এই পরিচালক। বাহুবলি-২ এর পর নতুন নতুন রেকর্ড গড়েছে সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা ‘আরআরআর’। সিনেমাগুলো দিয়ে ইতিহাস গড়ার পর এবার ব্রেকিং নিউজ! ফের ইতিহাস গড়তে যাচ্ছেন এস এস রাজামৌলি। মহাভারত তৈরির পরিকল্পনা করছেন পরিচালক এস এস রাজামৌলি। বড় পর্দায় ভারতীয় মহাকাব্যকে সামনে নিয়ে আসতে চলেছেন তিনি। ‘মহাভারত’ তার দীর্ঘকালের লালিত স্বপ্নের প্রকল্প। ভারতীয় সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন এ পরিচালক। কিন্তু এই বড় প্রজেক্টটি হাতে নিতে অনেকটা সময় লেগে যাবে বলে জানিয়েছেন তিনি। প্রায় ৩-৪টি সিনেমার পর কাজটি ধরবেন রাজামৌলি। তবে এর থেকে বেশি কিছু জানা যায়নি তার কাছ থেকে।