অনলাইন ডেস্ক :
ভারতের বক্সঅফিসে ঝড়তোলা দক্ষিণী ‘স্টাইলিশ স্টার’ খ্যাত সুপারস্টার নায়ক আল্লু অর্জুনের ‘পুষ্পা : দ্য রাইজ’। গত ডিসেম্বরের শেষে রিলিজ পায় সুকুমার পরিচালিত এ সিনেমা। দর্শক-সমালোচক মহলের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে পুষ্পা। এই সিনেমাতে রাশমিকা মান্দানার সঙ্গে জুটি বেঁধে ছিলেন আল্লু অর্জুন। এবার খুব শিগগির সিনেমাটির দ্বিতীয় পার্টের শুটিং শুরু করবেন তারা। সিনেমাটির দ্বিতীয় পার্টেও অভিনয় করবেন রাশমিকা-আল্লু অর্জুন। জানা গেছে , পার্ট দুই’তে নতুন করে যুক্ত হচ্ছেন তামিল সিনেমার জাদরেল অভিনেতা বিজয় সেতুপতি। একটি সূত্রের বরাতে টলিউড ডটনেট বলছে, ‘পরিচালক সুকুমার ও তার টিম ‘পুষ্পা-টু’ সিনেমার চিত্রনাট্যের চূড়ান্ত কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হবে। সবকিছু ঠিক থাকলে এ সিনেমায় দেখা যাবে বিজয় সেতুপতিকে। সিনেমাটিতে একজন সিনিয়র পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন তিনি। খুব শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’