বিনোদন ডেস্ক :
‘মানিকে মাগে হিতে’ গেয়ে উপমহাদেশে সোশ্যাল মিডিয়ায় সেনসেশন হয়ে উঠেছেন শ্রীলঙ্কান গায়িকা ইয়োহানি ডি সিলভা। বলিউড তারকা অজয় দেবগন অভিনীত ‘থ্যাঙ্ক গড’ সিনেমাতেও জায়গা করে নিয়েছে গানটির হিন্দি সংস্করণ। এবার ইংরেজিতে ‘মানিকে মাগে হিতে’গাইলেন গাইলেন ওলন্দাজ গায়িকা এমা হিস্টার্স। সুর, তাল এক রেখেই নিজের মতো করে এই গান সাজিয়েছেন এমা। ভিডিওটি পোস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই লক্ষ লক্ষ মানুষ সেটি দেখছেন। এমার প্রশংসায় পঞ্চমূখ হয়ে উঠছেন তার অনুরাগীরা। চলতি বছরে ইয়োহানি দি সিলভা গানটি নতুন করে গেয়েছেন। এর পরেই চর্চা শুরু হয় এই গান নিয়ে। ইতিমধ্যেই এই গানের নানা সংস্করণ নেটমাধ্যমে এসেছে। যত দিন যাচ্ছে, ততই যেন বাড়ছে এই গানের জনপ্রিয়তা।