অনলাইন ডেস্ক :
বলিউডের জনপ্রিয় তারকা অভিনেত্রী করিনা কাপুর খান এবার ওটিটির দুনিয়ায় পা রাখতে চলেছেন। বাঙালি পরিচালক সুজয় ঘোষের হাত ধরে ওটিটিতে আসছেন এই অভিনেত্রী। জাপানি লেখক কেইগো হিগাসিনো-র ‘দ্য ডিভোশন অফ সাসপেক্ট এস’-র বলিউড ভার্সন আসছে নেটফ্লিক্সে। সেখানে করিনার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন জয়দীপ আহাতওয়াত ও বিজয় বর্মা। সম্প্রতি নেটফ্লিক্স এক টুইটে জানায়, ‘নেটফ্লিক্সের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন কারিনা কাপুর খান। থ্রিলার ঘরানার এ সিনেমায় আরো অভিনয় করবেন জয়দীপ, বিজয় ভার্মা। এটি পরিচালনা করবেন সুজয় ঘোষ।’ লম্বা বিরতি কাটিয়ে অভিনয়ে ফেরা প্রসঙ্গে কারিনা বলেন, ‘ছবিটির অংশ হতে পেরে আমি বিভিন্ন কারণে উচ্ছ্বসিত। নেটমাধ্যমে এটা আমার প্রথম কাজ। দ্বিতীয় সন্তানের জন্মের পর এই ছবি দিয়েই আবার অভিনয়ে ফিরছি।’ পরিচালক সুজয় ঘোষের প্রশংসা করে কারিনা বলেন, ‘ওর কাজ দেখেছি। বলাই বাহুল্য ওর ছবি দারুণ লাগে, কাজের নিজস্ব ধরন আছে। তাছাড়া ও কী করতে চাইছে সেই বিষয়েও নিশ্চিত থাকে।’