অনলাইন ডেস্ক :
গায়ক ও অভিনেতা তাহসান খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ভালোবেসে বিয়ে করেন কলকাতার চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা।এবার তাকে নিয়ে কলকাতার আরেক পরিচালক দেবালয় ভট্টাচার্যের সঙ্গে ‘বিশেষ সম্পর্ক’ নিয়ে টালিউডে ‘গুঞ্জন’ এখন চরমে। জিনিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এক সাক্ষাৎকারে দেবালয় জানান, মিথিলার সঙ্গে পরিচয় ছিল না। শুটিং সেটে আলাপ হয়েছে। ওর সঙ্গে বন্ধুত্বটা খুব ভালো। অসম্ভব ইন্টারেস্টিং, শিক্ষিত এবং বুদ্ধিমতী একজন নারী মিথিলা। মিথিলার সঙ্গে শুধুই তার বন্ধুত্বের সম্পর্ক। চারদিকে কথা ছড়াচ্ছে নতুন প্রেমে মজেছেন আপনি- এমন প্রশ্নের উত্তরে দেবালয় বলেন, হ্যাঁ- এটা সবাই মজা করে করছেন। নানা ধরনের কথা ছড়াচ্ছে, আমার কানেও আসছে। আমি খুব ইনজয় করছি। তবে মিথিলার মতো বন্ধু পেলে আমার ভালোই লাগবে। মিথিলা কলকাতা থাকলে চা খেতাম, কফি খেতাম, ভালোই লাগত আমাদের।