
অনলাইন ডেস্ক :
এবার ‘কাঁচাবাদাম’ গানের সিগনেচার স্টেপ করে ভাইরাল কেরালা পুলিশের কিছু সদস্য। ভিডিওতে দেখা যায়, খাকি পোশাকে কাঁচাবাদাম গানে নাচছেন পাঁচ পুলিশ সদস্য। তাদের মধ্যে দুইপাশে দুজন করে মোট চারজন পুরুষ পুলিশ সদস্য এবং মাঝখানে একজন নারী সদস্য গানের সঙ্গে কোমর দোলানোর চেষ্টা করছেন। শেষের দিকে সবাই হাসিতে লুটিয়ে পড়েন। তাদের সেই ভিডিওটি মুহূর্তেই অন্তর্জালে ভাইরাল হয়েছে। ‘কাঁচাবাদাম’ গানে তারকাখ্যাতি পেয়ে গাড়ি কিনেছিলেন ভুবন বাদ্যকর। তবে নিজের কেনা সেই সেকেন্ড হ্যান্ড গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। বুকে ও মুখে আঘাত পান বাদামকাকু। এই দুর্ঘটনা নিয়েও তিনি ‘আমার নতুন গাড়ি’ শিরোনামের নতুন গান লিখেন।