এবার গীতিকার রাবা খান

এবার গীতিকার রাবা খান

বিনোদন ডেস্ক :

প্রথমবারের মতো গান লিখেছেন রাবা খান, একটি নয় ৭ টি গান। এরইমধ্যে ৪ টি গান রিলিজ হয়ে গেছে। আরো ৩ টি গান বাকি রয়েছে। সেসবও ধারাবাহিকভাবে প্রকাশিত হবে। রাবার সঙ্গে যৌথভাবে লিখেছেন আরাফাত মহসিন। সুর করেছেন দুজনে। গানের সংগীত আয়োজন করেছেন আয়োজন করেছেন আরাফাত। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত রাবা খান। তিনি বললেন, ‘আমি অনেককিছু লিখেছি, এবার প্রথমবারের মতো গান লিখলাম। এটা অন্যরকম অনুভূতি। শুধু লেখা নয়, এই গানে সুরও দিয়েছি এবং কণ্ঠও দিয়েছি। শুভাকাঙ্ক্ষীদের ভালো সাড়া পাচ্ছি, এটা সুখকর বিষয়।’ মূলত ৭ টি গানের সমন্বয়কে অ্যালবাম হিসেবেই অভিহিত করছেন রাবা খান। নিজের ব্যক্তিগত ও পেশাগত কাজের পাশপাশি সময় বের করে এই মুহূর্তে গানটাকে সময় দিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *