অনলাইন ডেস্ক :
সোশ্যাল মিডিয়ার কল্যাণে রাতারাতি নেট দুনিয়ায় ভাইরাল, বর্তমান সময়ে সঙ্গীতাঙ্গনে সাড়া জাগানো কণ্ঠশিল্পী তসিবা। যার অসাধারণ কন্ঠে ‘আইলারে নয়া দামান’ গানটি শ্রোতা মহলে ব্যাপক হৈ চৈ ফেলেছিল। এরই ধারাবাহিকতায় ‘নয়া কইন্যা’সহ একের পর এক জনপ্রিয় গান গেয়ে আলোচিত এবং নন্দিত কন্ঠশিল্পী তসিবা। এবার আরেকটি নতুন চমক নিয়ে হাজির হলেন তিনি। নতুন গানের নাম ‘সিলেটি পুরি’।
গানটির কথা লিখেছেন লিখেছেন নির্মল দাস। সুর করেছেন পাগল হাসান এবং সংগীত আয়োজন করেছেন আকাশ মাহমুদ। গানটি প্রকাশিত হয়েছে মিউজিক ভিডিও আকারে। এতে মডেল হয়েছেন প্রণামী নাফি, সোনিয়া আক্তার, বৃষ্টি ফারহানা, আনফি সিনহা ও আশিক তালুকদার। ভিডিওটি নির্মাণ করেছেন আশিক মাহমুদ।
নতুন গান প্রসঙ্গে কণ্ঠশিল্পী তশিবা বলেন, একজন সিলেটি মেয়ে হয়ে ‘সিলেটি ফুরি’ শিরোনামের গানটি গাইতে পেরে সত্যি খুব ভালো লাগছে। চমৎকার মিষ্টি কথায়, সুর এবং অসাধারণ মিউজিকে ধামাকা একটি গান হয়েছে। ঈদ উপলক্ষে ‘সিলেটি পুরি’ গানটি প্রকাশিত হয়েছে টি আর মিউজিক স্টেশনের ব্যানারে।