
অনলাইন ডেস্ক :
সোস্যাল মিডিয়ার আলোচিত সংলাপ ‘ভালো হয়ে যাও মাসুদ’। কারো কোনো দোষ-ত্রুটি পেলেই রসিকতা করে বন্ধুরা বলে ওঠেন – ‘ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও।’ কিংবা মজার ছলে বলেন, ‘মাসুদ তুমি কি কোনোদিনও ভালো হবা না?’ জনপ্রিয় সংলাপটি এবারের ঈদে আসছে নাটক হয়ে।
প্রীতি দত্তের রচনা ও পরিচালনায় এনটিভিতে দেখা যাবে ‘মাসুদ ভালো হয়ে যাও’ শিরোনামের এই কাজটি। যেখানে মাসুদ হিসেবে আছেন মিশু সাব্বির। সঙ্গে অভিনয় করেছেন নাদিয়া আফরিন মিম।
পরিচালক প্রীতি দত্তের মতে, ‘কমেডি গল্প হলেও দর্শক এখানে একটা সামাজিক বার্তা পাবেন। এই মাসুদে তারা হতাশ হবেন না।’