
অনলাইন ডেস্ক :
ভারতের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। বলিউড সিনেমাগুলো যখন বক্স অফিসে ১০০ কোটি রুপি আয় করতে হিমশিম খাচ্ছে। ঠিক তখন প্রভাস নিজের পারিশ্রমিক বাড়িয়েছে ১২০ কোটি রুপি। জানা গেছে, ওম রাউত পরিচালিত এ সিনেমা এখন পর্যন্ত ভারতের সবচেয়ে বেশি ব্যয়বহুল সিনেমা। ভিএফএক্সের কাজে মোটা অঙ্কের অর্থ ব্যয় হবে। আর প্রভাস পারিশ্রমিক নেবেন ১০০ কোটি রুপি। সিনেমাটির প্রযোজক ভূষণ কুমার এক আলাপচারিতায় জানিয়েছিলেন, ৫০০ কোটি রুপি বাজেটে নির্মিত হচ্ছে ‘আদিপুরুষ’। কিন্তু শত কোটি রুপি পারিশ্রমিকে সন্তুষ্ট নন প্রভাস। বরং এ সিনেমার জন্য আরো পারিশ্রমিক চেয়েছেন তিনি। টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, প্রভাস এখন সিনেমাটির জন্য ১২০ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন। নির্মাতারা সিনেমাটির বাজেট আরও ২৫ শতাংশ বৃদ্ধি করেছেন। এ জন্য প্রভাস তার পারিশ্রমিক বৃদ্ধি করেছেন।