অনলাইন ডেস্ক :
বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম ড্যাশিং অভিনেতা বরুণ ধাওয়ান। অন্যদিকে, দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুও তুমুল জনপ্রিয়দের একজন। এবার একসঙ্গে প্রণয়ে জড়াবেন এই দুজন। না, বাস্তব জীবনে নয়। সিনেমার গল্প সার্থক করতে পর্দায় প্রণয়ে জড়াবেন এই জুটি। ‘অ্যাভেঞ্জার্স’ খ্যাত রুশো ব্রাদার্সের পাশাপাশি রাজ এবং ডিকে পরিচালিত ‘সিটাডেল’ সিনেমায় কাজ করছেন তারা। শনিবার (১২ মার্চ) আন্ধেরিতে একসঙ্গে দেখা গেছে এই দুই তারকাকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তাদের ছবি ও ভিডিও। জানা গেছে, আপাতত মারপিটের বিভিন্ন কৌশল শিখছেন বরুণ ও সামান্থা। সিনেমা সার্থক করতে তাদের জন্য আন্তর্জাতিক স্টান্ট টিম আনা হয়েছে। এ টিমের ওয়ার্কশপ ও প্রশিক্ষণে যোগ দিয়েছেন বরুণ ও সামান্থা। নিদিমোরু ও কৃষ্ণা ডিকের পরিচালনায় প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন বরুণ-সামান্থা জুটি। তবে কবে নাগাদ শুটিং শুরু হবে তা জানা যায়নি।