এবার বলিউডে পা রাখছেন হৃতিকের বোন পাশমিনা

এবার বলিউডে পা রাখছেন হৃতিকের বোন পাশমিনা

অনলাইন ডেস্ক :

এবার বলিউডে পা রাখতে যাচ্ছেন হৃতিক রোশানের চাচাত বোন পাশমিনা রোশান। ‘ইশক ভিশক’ সিনেমার রিমেকের মধ্য দিয়ে বলিউড যাত্রা শুরু করছেন রাজেশ রোশানের কন্যা পাশমিনা। এ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন শহিদ কাপুর ও অমৃতা রাও। ২০০৩ সালে মুক্তি পায় ‘ইশক ভিশক’। প্রায় দুই দশক পর তৈরি হচ্ছে এই সিনেমার রিমেক। যার নাম রেখেছে ‘ইশক ভিশক রিবাউন্ড’। এরই মধ্যে সিনেমাটির প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। পাশমিনা ছাড়াও এই সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন রোহিত সরাফ, জিবরান খান, নায়লা গ্রেওয়াল। আনন্দের খবর জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন পাশমিনা। তাতে তিনি বলেন, ‘আমার মনে হচ্ছে বছরের পর বছর পরিশ্রমের ফল পাচ্ছি। আমি খুবই উচ্ছ্বসিত, নার্ভাস। এটাই হবে আমার প্রথম অনস্ক্রিন ডেবিউ।’ অন্যদিকে বোনের অভিষেক উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছেন হৃতিক রোশান। তাতে এ অভিনেতা লিখেছেন, ‘পুরো টিমকে শুভেচ্ছা। এটি একটি ভালো টিম। পাশমিন তোমাকে নিয়ে গর্বিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *