চার বন্ধু জাবেদ, তামিম, ঝিলিক ও পপির কাজ হচ্ছে বাটপারি করা। মূলত দ্রুত কোটিপতি হওয়ার বাসনা থেকেই তারা কাজটি করে। একদিন রাস্তা থেকে একটি মেয়েকে কিডন্যাপ করে বিশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। কিন্তু কৌশলে মেয়েটি পালিয়ে গিয়ে তাদের ফাঁসিয়ে দেয়। নিজেদের বাঁচাতে চারজন চলে যায় কক্সবাজার। সেখানকার রিসোর্টে ঘটনাক্রমে পরিচয় হয় বিগবস ফিরোজ শাহের সঙ্গে। কোটিপতি ফিরোজ শাহ। এমনই গল্প সাজানো নাটকটির কেন্দ্রীয় চরিত্র ফিরোজ শাহ হিসেবে অভিনয় করেছেন জাহিদ হাসান। আরও আছেন নাদিয়া আহমেদ, আরফান আহমেদ, সাজু খাদেম, ফারজানা রিক্তা প্রমুখ। ঈদে নাটকটি প্রচার হবে।