অনলাইন ডেস্ক :
এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর নাটক মানেই দর্শকদের কাছে অন্যরকম চমক। বিশেষ করে সাম্প্রতিক সময়ে এই গ্ল্যামারকন্যা নিজেকে বিভিন্ন চরিত্রে ভাঙছেন।
আসছে ঈদের জন্য একটি বিশেষ নাটকে অভিনয় করেছেন তিনি, যেখানে তিনি অভিনয় করেছেন নায়কের মায়ের চরিত্রে। যেটা রীতিমত অবাক করার মতই ঘটনা! তিনি যে চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন, এটা আবারও প্রমাণ করলেন। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থাতেই এমন চরিত্রে অভিনয় করার সাহসিকতা সবার হয় না। নাটকের নাম ‘মিম্মি’।
ডা: জাহান সুলতানার রচনায় এটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। ফ্যামিলি ড্রামার গল্পে নির্মিত এ নাটকটিতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তার বাবার চরিত্রে শাহেদ শরীফ খান এবং তার সৎ মায়ের চরিত্রে দেখা যাবে মেহজাবীন চৌধুরীকে।
এ প্রসঙ্গে মেহজাবীন বলেন, আমাকে শিহাব ভাইয়া দুটি গল্প দিয়েছিলেন তার মধ্যে এই গল্পটাই আমার কাছে বেশি ইন্টারেস্টিং লেগেছে। যার জন্য কাজটি করতে রাজি হয়েছি।