এবার মিউজিক ভিডিওতে জুটি বাঁধলেন সুনেরাহ-রাজ

এবার মিউজিক ভিডিওতে জুটি বাঁধলেন সুনেরাহ-রাজ

অনলাইন ডেস্ক :

শরিফুল রাজ ও সুনেরাহ বিনতে কামালকে একসঙ্গে শেষ দেখা গিয়েছিল ‘ন ডরাই’ সিনেমায়। আবারও তারা জুটি বেঁধে আসছেন দর্শকদের সামনে, তবে এবার মিউজিক ভিডিওতে। এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুস্মিতা আনিসের গাওয়া ‘এক বিকেলে’ শিরোনামের গানে তাদের দেখা যাবে অনেকটা রাজা-রানির ঢঙে।

আসছে ২৮ এপ্রিল ইউটিউবে প্রকাশ পাবে গানটি। সুস্মিতা আনিস তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন গানটির মুক্তির তারিখ। পাশাপাশি শেয়ার করেছেন মিউজিক ভিডিওর একটি পোস্টারও। নতুন মিউজিক ভিডিওতে কাজ করা প্রসঙ্গে অভিনেত্রী সুনেরাহ বলেন, গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে বছর খানেক আগে। এতো দিন পরে গানটি প্রকাশ পাচ্ছে শুনে বেশ ভালো লাগছে। মোগল ধাঁচ এবং নৃত্যকলার ব্যবহার করে বানানো হয়েছে ভিডিও।

গানের পোস্টারে দেখা যাচ্ছে তেমন সাজপোশাক। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন আগা নাহিয়ান আহমেদ এবং নৃত্য পরিচালনা করছেন সাইফুল ইসলাম ইভান। জানাগেছে, মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি ও কক্সবাজারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *