এবার সালমান খানের ‘বিগ বস’-এ নুসরাত!

এবার সালমান খানের ‘বিগ বস’-এ নুসরাত!

অনলাইন ডেস্ক :

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান এবার হিন্দি ‘বিগ বস’ হাউসে প্রতিযোগী হিসাবে যোগ দিতে চলেছেন! আপাতত কথাবার্তা চলছে পারিশ্রমিক নিয়ে।

গতকাল শুক্রবার (২ সেপ্টেম্বর) অভিনেত্রী নুসরাতের সঙ্গে কথা বলেন ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। গণমাধ্যমটি জানায়, ‘বিগ বস’-এ যোগ দেয়ার ব্যাপারে নুসরাত জাহান হ্যাঁ বা না কোনো উত্তরই দেননি। বলেছেন, এ নিয়ে আমি এখনই কিছু বলতে চাই না। অপরদিকে এ মুহূর্তে যশ দাশগুপ্তও পা বাড়িয়েছেন মায়ানগরীর দিকে। দিব্যা খোসলা কুমারের সঙ্গে জুটি বেঁধেছেন নতুন হিন্দি ছবিতে। শোনা যাচ্ছে, নুসরাত-ঘনিষ্ঠ আরও এক টালিউড অভিনেত্রী অভিনয় করতে চলেছেন আলি ফজলের সঙ্গে। একের পর এক টালিউড অভিনেতাদের মুম্বাই পাড়ি, টলিপাড়ায় এ কি কোনো অশনি সংকেত?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *