বিনোদন ডেস্ক :
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সংসার ও ব্যক্তিগত জীবন নিয়ে ক’দিন ধরেই আলোচনায় এই অভিনেত্রী। এতদিন পর পুরোনো বিষয় নিয়ে অভিযোগ তোলায় অনেকে প্রশ্নবিদ্ধ করছেন ফারিয়াকে। এ বিষয়ে রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে অভিনেত্রী শবনম ফারিয়া লিখেছেন, বিগত দুই-তিন দিন ধরে আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে যে পরিমান অপ্রয়জনীয় আলোচনা কিংবা কাদাছোড়াছুড়ি হচ্ছে বিষয়টা আমাদের এবং আমাদের দুই পরিবারের জন্য অত্যান্তই বিব্রতকর! তাই আমি আমার ব্যক্তিগত পোস্টগুলো ডিলিট করে দিলাম। এ ইস্যুকে আর নিউজ বা মিডিয়ার কন্টেন্ট বানাতে চাই না।