
অনলাইন ডেস্ক :
দক্ষিণ কোরিয়ায় নাগরিকদের জন্য সেনাবাহিনীতে বাধ্যতামূলক সেবাদানের যে কর্মসূচি রয়েছে তাতে যোগ দিচ্ছেন দেশটির জনপ্রিয় ব্যান্ড দল বিটিএসের সর্বকনিষ্ঠ সদস্য জাংকুক।
বিষয়টি নিশ্চিত করেছে ওয়েব প্লাটফর্ম ওয়েভার্স। ওয়েভার্সে জাংকুক ঘোষণা করেন যে তিনি ডিসেম্বরে তার বাধ্যতামূলক সামরিক পরিষেবায় চলে যাবেন। এদিকে সংগীত জগত থেকে সাময়িক বিরতিতে যাওয়ার আগে ভক্তদের জন্য একটি আবেগপূর্ণ চিঠিও লিখেছেন জাংকুক। সকল বিটিএস আর্মিকে তার প্রতি ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানান। সেই সঙ্গে আরও পরিণত হয়ে ফিরে আসার প্রতিশ্রুতিও দেন ভক্তদের।
চিঠিতে বিটিএস তারকা জাংকুক লেখেন, ‘প্রিয় আর্মি, ইতোমধ্যেই নভেম্বরের শেষ। বাতাস বেশ ঠান্ডা। আপনারা সবাই হয়তো ইতোমধ্যেই অবগত আছেন তাই আমি আপনাদের একটি ছোট চিঠি লিখছি। ডিসেম্বরে, আমি একটি নতুন যাত্রা শুরু করব। আমি সামরিক বাহিনীতে পরিষেবার জন্য যাচ্ছি। আমি যখন এই খবরটি দিচ্ছি, একদিকে আমার হৃদয় যেমন ভারাক্রান্ত হচ্ছে, অন্যদিকে আমাদের আর্মিদের (বিটিএস ভক্তরা) সাথে আমার মনের মূল্যবান স্মৃতিগুলি আমার হৃদয়কে উষ্ণ করে তুলছে।’