অনলাইন ডেস্ক :
একের পর এক শিরোনাম তৈরি করে চলেছেন দক্ষিণের সবচেয়ে বড় তারকা আল্লু অর্জুন। ইদানিং তিনি এতটাই জনপ্রিয়তার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন যে এখন তার ভক্তরা তাকে সর্বত্র দেখতে চায়। ‘পুষ্পা’র সাফল্যের পর তিনি ‘প্যান ওয়ার্ল্ড তারকা’ হয়ে উঠেছেন, যেখানে বিশ্বের প্রতিটি কোণায় তার ভক্তসংখ্যা বেড়েই চলেছে।
তবে এবার নতুন খবর এই যে, আল্লু অর্জুন এখন হলিউডে ডানা মেলার জন্য প্রস্তুত। ঘনিষ্ঠ একটি সূত্র সম্প্রতি ভারতীয় গণমাধ্যম পিংকভিলাকে জানিয়েছে, আল্লু অর্জুনকে হলিউডে ছবির প্রস্তাব দেয়া হয়েছে। এই প্রস্তাব দিয়েছেন হলিউডের একজন বড় মাপের পরিচালক-প্রযোজক। অভিনেতা যখন কুচকাওয়াজের জন্য নিউইয়র্কে ছিলেন, তখন তিনি একটি সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির জন্য ‘গোপন মিটিং’ করেছিলেন যেখানে তাকে এই প্রস্তাব দেয়া হয়েছে। তবে এই বিষয়ে আল্লু অর্জুন নিজে এখনও কিছু জানাননি।