অনলাইন ডেস্ক :
হৃতিক আর সাবার প্রেমের খবর কাউকে আর বলতে হয় না। এখন তাদের মাখোমাখো প্রেমের ছোঁয়া থাকে সামাজিক যোগাযোগমাধ্যমে জুড়ে। একসঙ্গে বেশ কয়েকবার প্রকাশ্য রাস্তায় হাত ধরে দেখা গিয়েছে তাদের। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সাবার প্রশংসা করছেন হৃতিকের পাশাপাশি, ‘কৃশ’ অভিনেতার বাড়ির সদস্যরাও। রোশন পরিবারের নয়নের মণি সে! অভিনেত্রী-গায়িকা সাবা গতকাল শনিবার (২৬ মার্চ) একটি ভিডিও শেয়ার করেন মিউজিক্যাল কনসার্টের। আর সেটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে প্রশংসায় ভরিয়ে দেন হৃতিক। লেখেন, তুমি একজন দুর্দান্ত মহিলা। এর আগের লাইনেই হৃতিক লেখেন, ইসস আমি যদি এখানে থাকতে পারতাম। আর সেটার উত্তর দিয়ে সাবা নিজের ইনস্টা স্টোরিতে লেখেন, হ্যাঁ আমার কিউট, তুমি থাকলে দারুণ হত। এবার তো প্রেমটাকে অফিসিয়াল বলা যায় তাহলে? আমাদের তো তাই মত!