জি ফাইভে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘লেডিস এন্ড জেন্টলম্যান’-এ অভিনয় করে আবারো আলোচনায় জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ। এতে দুই রূপে তাকে দেখা গেছে। এ অভিনেতার অনবদ্য অভিনয়ে বাংলাদেশ ছাড়িয়ে কলকাতার দর্শকরাও বুদ হয়েছে। অনেকদিন পর দর্শকদের এমন প্রতিক্রিয়া পাচ্ছেন। কেমন লাগছে? হাসান মাসুদ বলেন, এমন একটা চরিত্র অনেকদিন ধরেই খুঁজছিলাম। বিশেষ করে নেতিবাচক চরিত্র। আমার তো দুটি চরিত্র এখানে। নেতিবাচক চরিত্রে কাজ করার একটা স্বপ্ন ছিল। মোস্তফা সরয়ার ফারুকী যিনি আমাকে অভিনয় জগতে এনেছেন ২০০৩ সালে ‘ব্যাচেলর ছবিতে, তার মাধ্যমেই পূরণ হলো স্বপ্নটা। সবার এত প্রশংসায় সত্যি আপ্লুত। এটা ভীষণ আনন্দের বিষয়। মাঝে অভিনয় থেকে চার বছর দূরে ছিলেন। আবার অভিনয়ে ফেরার পর জানিয়েছিলেন একই ধরনের কাজ করতে করতে বিরক্তি হয়ে যাওয়াতেই বিরতি নিয়েছিলেন।