এমন বাংলাদেশই তো আমরা চাই -হানিফ সংকেত

এমন বাংলাদেশই তো আমরা চাই -হানিফ সংকেত

অনলাইন ডেস্ক :

বন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ সংকেত। এ নিয়ে তিনি তার ফেসবুক পেজে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় প্রিয় বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বৃহত্তর অংশ আজ ভয়ানক বিপর্যস্ত। পানিতে তলিয়ে গেছে বেশকিছু জেলার গোটা জনপদ। প্রবল জলস্রোতে ভেসে গেছে অসংখ্য মানুষ, ঘরবাড়ি, ফসলের মাঠ, গবাদি পশুপাখি। মৃত্যুর অতল তলে হারিয়ে গেছে অনেক অমূল্য প্রাণ। অগণিত মানুষ সর্বস্ব খুইয়ে এখনো অবর্ণনীয় কষ্টের মাঝে দিনাতিপাত করছেন। খাবার নেই, বস্ত্র নেই, নেই মাথা গোঁজার এতটুকু ঠাঁই। বন্যাদুর্গত এইসব অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে আজ সমস্ত বাংলাদেশ। মানুষকে বাঁচাতে জেগে উঠেছে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত সকল ছাত্র-জনতাসহ আপামর নারী, পুরুষ, শিশু, কিশোর-কিশোরী, ধনী-গরীব, হিন্দু-মুসলমান বৌদ্ধ-খ্রীষ্টান জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে। তিনি লিখেন, এদের মধ্যে কেউ হজের জমানো টাকা অনুদান দিচ্ছে, কেউ সাইকেল কেনার জন্য তার জামানো টাকা অনুদান দিচ্ছে, কেউ কেউ নিজের মাটির ব্যাংকে জমানো টাকাগুলো নিয়ে এসেছে। এটাই তো আমাদের দেশ! এমন বাংলাদেশই তো আমরা চাই! সৌহার্দ্য, সহমর্মিতা, সম্প্রীতি আর ভালোবাসায় মোড়ানো দেশ। জাতীয় যেকোনো দুর্যোগ মুহূর্তে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইত্যাদি পরিবার মানুষের পাশে দাঁড়ায় সব সময়। এবারও এই সর্বগ্রাসী বন্যায় দুর্গত মানুষের পাশে আছে ইত্যাদি পরিবার। এরই মধ্যে দুর্গত এলাকায় কাজ শুরু করেছে। তিনি লিখেন, বন্যার পানি সরে যাক দ্রুত। দুর্গত মানুষ এই দুরবস্থা থেকে ফিরে যাক স্বাভাবিক জীবনে। আবার কর্ম চঞ্চলতায় মুখর হয়ে উঠুক সব মানুষ এই প্রত্যাশা ইত্যাদি পরিবারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *