নিউজ ডেস্ক :
নির্মিত হল আতিফ আসলাম বাবলু’র চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় নাটক ‘চিৎকার’!
ডুয়েট কমিউনিকেশনের পরিবেশনায় নাটকটির গল্প লিখেছেন বুলবুল মাসুদ। নাটকটি প্রযোজনা করেছেন সাদিয়া আফরিন।
নাটকের গল্পের সারসংক্ষেপ হল-
একদিন সজীব এসে জানালো লুনার করোনা হয়নি বাট সজীবের করোনা পজিটিভ। লুনার মাথা হ্যাং হয়ে যায়। সজীবকে আলাদা রুম রেখে সে ভয়ে কাহিল হয়ে যায়। সজীবের প্রতি অবহেলা ও অত্যাচার শুরু হয়। লুনা সজীবের অসুস্থতাকে ভয় পেয়ে সে তার সাবেক প্রেমিকের সঙ্গে পালাতে চায়। এদিকে সজীব মারা যায় লুনার আর পালানো হয় না।
নাটকটিতে অভিনয় করেছেন- গোলাম কিবরিয়া তানভীর, সামান্তা শিমু, আহমেদ সাজু, পুষ্প পাপড়ি, নাহার কণা প্রমুখ।
এস.এ টিভির পর্দায় নাটকটি প্রচারিত হবে ২৪শে সেপ্টেম্বর রাত ৮ঃ৩০ মিঃ এ।