বিনোদন ডেস্ক :
আগস্টের প্রথম সপ্তাহে সিনেমার শুটিং ক্যামেরা ক্লোজ; আর নভেম্বরের শেষ সপ্তাহে এসে হলো গানের রেকর্ডিং! ঘটনাটি রনি ভৌমিকের প্রথম সিনেমা ‘মৃধা বনাম মৃধা’য় ঘটেছে। সিয়াম-নোভা অভিনীত এই সিনেমার জন্য গত ২৩ নভেম্বর গাইলেন পাওয়ার ভয়েস ফাতিমা তুয যাহরা ঐশী। মূর্তজা খান লোদীর কথায় গানটির সুর করেছেন রাগীব স্বাগত এবং সংগীতায়োজন করেছেন ই কে মজুমদার ইস্তি। ঐশী গানটি প্রসঙ্গে জানান, ‘এটা বাবাকে নিয়ে গাওয়া একটি আনন্দের গান। সিনেমার একটি বড় অংশজুড়ে থাকবে গানটি। এক কথায় বলা যায়, সিনেমার পুরো গল্পটাকেই ক্যারি করবে গানটি। গানটা গেয়ে আমি অনেক বেশি আনন্দ পেয়েছি।’ টোস্টার প্রোডাকশন ও লেবেল থ্রি-এর যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমার গল্প ও ক্যামেরায় ছিলেন রায়হান খান।