অনলাইন ডেস্ক :
মাত্র ১৯ দিনে ওটিটি প্ল্যাটফর্মে রেকর্ড করলো বলিউড অভিনেত্রী কঙ্গনার ‘লক আপ’। পরিচালনা করেছেন একতা কাপুর। যা বলিউডের বিতর্কিত কুইন অভিনেত্রী কঙ্গনা রানাউত সঞ্চালনা করেন। ১৬ জন বিতর্কিত তারকাকে কয়েক মাস ধরে লক আপে আটকে রাখাকে ঘিরেই এ রিয়েলিটি শোটি নির্মিত। ‘লক আপ’র প্রথম পর্ব প্রকাশিত হয় চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি। মাত্র ১৯ দিনে ১০০ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে কঙ্গনার ‘লক আপ’। নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে এমন খবর জানিয়েছেন একতা কাপুর। এই প্রসঙ্গে বলেন কঙ্গনা, ‘১৯ দিনে ১০০ মিলিয়ন সত্যিই অভাবনীয়। ‘লক আপ’ যে ভালোবাসা দর্শকদের থেকে পাচ্ছে তা আমায় অভিভূত করেছে। আর এর থেকেই প্রমাণ হয় এই রিয়েলিটি শোর বিষয়বস্তু কতটা আলাদা ও বিনোদন দিতে সক্ষম। একতা কাপুরের ভাবনা আসলে ফ্লপ হতেই পারে না। আমি কথা দিচ্ছি লক আপ আরও বড় হবে, আরও বিতর্কিত হবে, আরও মানুষকে বিনোদন দেবে’।