বিনোদন ডেস্ক :
ঈদের আগেই খবর বের হয়েছিল ‘নীল মুকুট’ মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। অবশেষে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘চরকি’র পক্ষ থেকে ঘোষণা করা হলো, আগামী ৮ আগস্ট মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘নীল মুকুট’। চরকির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে আজ শনিবার দুপুরে এ ঘোষণা দেয়া হয়। সেখানে বলা হয়েছে, নির্মাতার জন্মদিনে নীল মুকুট আসছে, ৮ আগস্ট। কামার আহমাদ সাইমন পরিচালিত ডকু-ড্রামা দেখা যাবে ‘নীল মুকুট’ শুধু মাত্র চরকিতে। নীল মুকুট’ ছবির দৈর্ঘ্য প্রায় ১০০ মিনিট, যার মধ্যে ৬৫ মিনিটই শুটিং হয়েছে অর্ধেক পৃথিবী দূরের দেশ হাইতিতে। চলচ্চিত্রটি মুক্তির কথা ছিল গত বছর।