
অনলাইন ডেস্ক :
সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় মডেল মারিয়া মিম। বিদেশ সফরের সময় খুবই আলোচিত হন তিনি।
সম্প্রতি মিম অভিযোগ করেন, পোশাকের কারণে তিনি বেশ সমালোচনার মুখে পড়েন ও কটুকথা শুনতে হয় তাকে। বিশেষ করে তার বিরুদ্ধে অভিযোগ আসে তিনি নাকি ছোট পোশাক পরেন। শুধু তা-ই নয়, শাড়ি পরার কারণেও উকিল নোটিশ পেয়েছেন তিনি। বুধবার (১৭ আগস্ট) গণমাধ্যমকে এমনটাই জানালেন মারিয়া মিম। বিষয়টি নিয়ে ফেসবুকে মারিয়া মিম লেখেন, ‘ছোট ড্রেস মনে হয় বাংলাদেশে আমিই পরি। আর কাউকে দেখেন না আপনারা? আমার ড্রেস নিয়ে কথা বলেন কেন ভাই? অন্য মডেলরা বাংলাদেশে বিকিনি পরে ছবি দেয়, কত ধরনের ছবি দেয়, ওগুলো কিছু না? আমি যদি ওদের মতো ছবি দিতাম তাহলে তো বাংলাদেশে আগুন লেগে যেত।’