ওপার বাংলায় মোশাররফ করিমের বাজিমাত!

ওপার বাংলায় মোশাররফ করিমের বাজিমাত!

অনলাইন ডেস্ক :

মোশাররফের নতুন গল্পের শুরুটা হয় নির্মাতা আশফাক নিপুণের ‘মহানগর’ সিরিজ দিয়ে। হইচয়ে মুক্তি পাওয়া সিরিজটি দর্শকদের কাছে দারুণ গ্রহণযোগ্যতা পায়। এরপর তার চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। সেই ধারাবাহিকতায় চলতি বছরও ভক্তদের মুগ্ধ করেন ওপার বাংলার কাজ দিয়েই। আশফাক নিপুণের ‘মহানগন টু’ মুক্তির পর নতুন করে তাকে চেনেন দর্শকরা। দুই বাংলায় হৈচৈ ফেলে দিয়েছিল মোশাররফ করিম অভিনীত ‘মহানগর’ ওয়েব সিরিজ। এরপর তৃতীয় পর্ব নিয়ে আগ্রহ প্রকাশ করেন সবাই।

অন্যদিকে ওই সিরিজের দারুণ সাফল্যের পর মোশাররফ করিমকে নিয়ে নতুন ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা দেয় ওটিটি প্লাটফর্ম ‘হইচই’। গোলাম সোহরাব দোদুলের নির্মাণে ‘মোবারকনামা’ শিরোনামের এই ওয়েব সিরিজটি সম্প্রতি মুক্তি পেয়েছে। এতে মহানগরের ওসি হারুণ ভিন্নরূপে হাজির হয়ে চমকে দিয়েছেন সবাইকে। এরইমধ্যে উকিল মোশাররফের অভিনয়ে মুগ্ধতার কথা প্রকাশ করেছেন অনেকে।

এদিকে এই সিরিজ নিয়ে আলোচনার মাঝেই বছরের শেষ সিনেমা নিয়ে সামনে আসছেন মোশাররফ। আগামী জানুয়ারি ভারতে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘হুব্বা’। শুধু তাই নয়, একই দিন নিজ দেশেও আমদানি হয়ে আসছেন তিনি। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। এরইমধ্যে সিনেমাটিতে তার লুক এবং ট্রেলার দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছে।

মোশাররফ করিমের ‘হুব্বা’র ট্রেলার প্রকাশ
সম্প্রতি প্রকাশিত ট্রেলারে উঠে এসেছে হুগলির কুখ্যাত গ্যাংস্টার হুব্বার নৃশংসতার ছাপ। অপরাধজগতের অলিগলি, অন্দর আর সেই পথের পরতে পরতে অ্যাকশন। ট্রেলারে মোশাররফ করিমকে যেভাবে তুলে ধরা হয়েছে, সেরূপে এর আগে তাকে দেখেনি দর্শকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *