ওমর সানীকে পিস্তল বের করে গুলি করার হুমকি জায়েদ খানের

ওমর সানীকে পিস্তল বের করে গুলি করার হুমকি জায়েদ খানের

অনলাইন ডেস্ক :

অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানীকে পিস্তল দিয়ে গুলি করার হুমকির অভিযোগ উঠেছে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে। শনিবার (১১ জুন) রাতে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। জায়েদ খানের এমন আচরণে বিস্মিত ও হতবাক বিয়ের অনুষ্ঠানে আসা চলচ্চিত্রশিল্পীরা। তবে জায়েদ খান এ ঘটনাকে নিছুক মিথ্যা বলে দাবি করেছেন।

দেশের প্রথম সারির গণমাধ্যম ও সংবাদ মাধ্যমে উঠে আসে এ খবর। খবরের বিস্তারিত সূত্রে আরও জানা যায়, জায়েদ খানকে ডিপজলের ছেলের বিয়েতে পেয়েই চড় মেরে বসেন ওমর সানী। এবং জায়েদ’কে নিষেধ করেন ওমর সানীর স্ত্রী নায়িকা মৌসুমি’কে ডিস্টার্ব না করতে। কারণ এর আগে নায়ক ওমর সানীর সঙ্গে জায়েদের রেশারেশি ছিল বলে জানা যায়। ফলে সানীর চড় খাওয়ার পর জায়েদ খান কোমর থেকে পিস্তল বের করে বলেন, ‘গুলি করে দেব।’ পরে ডিপজল উভয়কে থামিয়ে পরিস্থিতি শান্ত করেন বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *