বিনোদন ডেস্ক :
ভারতীয় বাংলা সিনেমা ও হিন্দি সিনেমার দুই বিখ্যাত তারকা একসঙ্গে পর্দায় হাজির হতে যাচ্ছেন। সব্যসাচী চক্রবর্তী ও নওয়াজউদ্দিন সিদ্দিকী নাকি কাজ করতে যাচ্ছেন একই ওয়েব সিরিজে। ভারতের অন্যতম সশস্ত্র আন্দোলন ‘নকশালবাড়ি’র প্রেক্ষাপটে সিরিজটি নির্মাণ করার কথা রয়েছে পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়ের। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, মোট ৩টি সিজনে তুলে ধরা হবে এই সিরিজের গল্প। যেখানে ১৯৪৭ থেকে ২০১০ পর্যন্ত বিশ্বজুড়ে বামপন্থী আন্দোলনের কাহিনির বিভিন্ন দিক পেশ করা হবে দর্শকদের কাছে। থাকবে নকশাল আন্দোলনের পটভূমি, কাহিনি এবং এই আন্দোলনের প্রধান নেতা চারু মজুমদারের জীবনী। নওয়াজউদ্দিন সিদ্দিকীকে নাকি চারু মজুমদারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীয়ের ভূমিকায় থাকবেন সব্যসাচী চক্রবর্তী। এবারই প্রথম একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাদের।