কক্সবাজারে ইউএস-বাংলার আকর্ষণীয় হলিডে প্যাকেজ

কক্সবাজারে ইউএস-বাংলার আকর্ষণীয় হলিডে প্যাকেজ

অনলাইন ডেস্ক :

দেশীয় পর্যটকদের ভ্রমণে উৎসাহিত করতে কক্সবাজারে আকর্ষণীয় হলিডে প্যাকেজ ঘোষণা করেছে ইউএস-বাংলা। পাহাড় আর সমুদ্রের অপূর্ব সৌন্দর্য একসঙ্গে উপভোগ করতে ন্যূনতম ১১ হাজার ২৯০ টাকায় কক্সবাজারে আন্তর্জাতিক মানের হোটেলে দুই রাত তিন দিন থাকা, ঢাকা-কক্সবাজার-ঢাকা সব ধরনের ট্যাক্সসহ এয়ার টিকেট, এয়ারপোর্ট-হোটেল-এয়ারপোর্ট যাতায়াত, সকালের নাস্তাসহ আরও নানাবিধ সুযোগ-সুবিধা রয়েছে এ প্যাকেজে। ইউএস-বাংলা’র হলিডে প্যাকেজের মধ্যে থাকছে পছন্দ অনুযায়ী কক্সবাজারে আন্তর্জাতিক পাঁচ তারকা মানের হোটেল সুবিধা।

সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজারে পাঁচটি ফ্লাইট পরিচালনা করছে। প্রতিদিন সকাল ৭টা ১০ মিনিট, ৯টা ৩০ মিনিট, ১১টা ৩০ মিনিট, দুপুর ১টা ও বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাচ্ছে। এছাড়াও প্রতিদিন কক্সবাজার থেকে সকাল ৮টা ৪৫মিনিট, ১১টা ৫ মিনিট, দুপুর ১টা ৫ মিনিট, ২টা ৩৫ মিনিট ও বিকেল ৫টা ৫ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *