অনলাইন ডেস্ক :
ভারতে লোকসভা নির্বাচন থেকে সংসদ সদস্য হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তবে দুইদিন যেতে না যেতেই বিমানবন্দরে এক নিরাপত্তারক্ষীর হাতে চড় খেয়ে বসেছেন বলে অভিযোগ করেছেন এই তারকা। তার অভিযোগ, অতর্কিতভাবে চড় মারা হয়েছে তাকে। থাপ্পড় মারা সেই নারী কনস্টেবলকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাকে গ্রেফতারও করা হয়েছে। শুক্রবার (৭ জুন) তাকে বহিষ্কার ও গ্রেফতার করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই নিরাপত্তাকর্মী সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের সদস্য। গত বৃহস্পতিবার (৬ জুন) হিমাচল প্রদেশের মাণ্ডি দিল্লি যাচ্ছিলেন কঙ্গনা। দুপুর সাড়ে ৩টা নাগাদ হরিয়ানার চণ্ডীগড় বিমানবন্দরে এ ঘটনা ঘটে। কঙ্গনা চণ্ডীগড় বিমানবন্দরে পৌঁছানোর পর সিকিউরিটি চেকিংয়ের সময় ওই নারী সিআইএসএফ সদস্য অভিনেত্রীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে বলিউড তারকাকে চড় দেন তিনি।