অনলাইন ডেস্ক :
একসময় সম্মান আসলেও কঙ্গনা রানাওয়াতকে দেখে এখন আর আগের মতো সম্মান আসেনা বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর। এভাবেই বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনার ওপর নিজের ক্ষোভ প্রকাশ করেছেন তাপসী।
ভারতীয় গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘একজন সমসাময়িক সতীর্থ, যাকে আমি সত্যিই শ্রদ্ধা করতাম। কিন্তু এখন আর আগের মতো সম্মান আসে না। আমার জীবনে তিনি অপ্রাসঙ্গিক। তিনি একজন অভিনয়শিল্পী, সেদিক থেকে আমরা সহকর্মী। কিন্তু আমার জীবনে তার মূল্য নেই। সত্যি বলতে তার জন্য আমার ভালো বা খারাপ, কোনো অনুভূতিই নেই।’ এর আগে, ২০২১ সালে টুইটারের এক পোস্টে তাপসীকে ‘সস্তা’ বলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা।