
অনলাইন ডেস্ক :
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের ‘ধাকড়’ সিনেমার গান গতকাল বৃহস্পতিবার (৫ মে) অমিতাভ বচ্চন তার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পোস্ট করেছিলেন। ক্যাপশনে লিখেছিলেন, অনেক শুভেচ্ছা গোটা টিমকে। তবে মিনিটের মধ্যে ডিলিটও করে দিলেন পোস্টটি।
অমিতাভ বচ্চনের এমন কাণ্ডে সবাই যথেষ্ট অবাক হয়েছেন। সবার মনে প্রশ্ন, বিগ বি পোস্টই বা কেন করলেন, আবার ডিলিট কেন করলেন। কেউ বলছেন, ভুল করে করেছিলেন। আবার অনেকে বলছেন, কঙ্গনাকে একবারেই পছন্দ করেন না অমিতাভ।
আবার কেউ কেউ বেশ অবাক হয়েছিলেন তার ইনস্টাগ্রামে এই পোস্ট দেখে। এ বিষয়ে কঙ্গনার পক্ষ এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি।
জয়পুরে গান রিলিজে তার সঙ্গে ছিলেন অর্জুন রামপাল এবং অন্যান্যরা। এর আগে গানের টিজার শেয়ার করে কঙ্গনা লিখেছিলেন, ফায়ার ব্রিগেডও তাকে থামাতে পারবে না, আগুন আসছে!