কত টাকায় ক্যারিয়ার শুরু করেছিলেন ঐশ্বরিয়া?

কত টাকায় ক্যারিয়ার শুরু করেছিলেন ঐশ্বরিয়া?

অনলাইন ডেস্ক :

১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড খেতাব লাভ করেন ঐশ্বরিয়া রাই বচ্চন। পরবর্তীতে বলিউডে পা রেখে রূপ আর অভিনয় নৈপুণ্য দিয়ে দর্শকদের মুগ্ধ করেন। এদিকে, তার নব্বই দশকের ঐশ্বরিয়ার পারিশ্রমিকের একটি রশিদ ভাইরাল হয়েছে অন্তর্জালে। কটি ফ্যাশন হাউজের এই রশিদ থেকে জানা যায়, ৩০ বছর আগে মডেলিংয়ের জন্য মাত্র ১৫০০ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৭০০ টাকা) পারিশ্রমিক পেতেন তিনি। বিলের কাগজে লেখা রয়েছে, ঐশ্বরিয়া রাই। বয়স ১৮ বছর। বিলটির নীচে ঐশ্বরিয়ার স্বাক্ষরও রয়েছে। বিমল নামে একজন একটি টুইট করেছেন। তিনি ফ্যাশন ক্যাটালগ পাবলিসার। তার ক্যারিয়ারের ৩০ বছর উপলক্ষে বেশ কিছু স্থিরচিত্র প্রকাশ করেছেন। এসব ছবি কোনো একটি ফ্যাশন হাউজের, যা তিনি তৈরি করেছিলেন। আর ক্যাপশনে লিখেছেন, ফ্যাশন ক্যাটালগ প্রকাশের ৩০ বছর উদযাপন করছি। এসব ক্যাটালগের জন্য পোজ দিয়েছিলেন, ঐশ্বরিয়া রাই, সোনালি বেন্দ্রে, নিকি অ্যানেজা। কয়েক দিন আগে কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ফ্রান্সে গিয়েছিলেন ঐশ্বরিয়া। কানের রেড কার্পেটে রূপের দ্যুাতি ছড়িয়ে ভারতে ফিরেছেন এই বিশ্ব সুন্দরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *