অনলাইন ডেস্ক :
ক্লোজআপ তারকা গায়ক সাব্বির জামান। গানের ভুবনে পরিচিত একটি নাম। স্টেজ শো, টেলিভিশন লাইভের পাশাপাশি মৌলিক গানে তার উপস্থিতি নিয়মিত।
এবার গানের এই মানুষটি হাঁটলেন ভিন্নপথে। মডেল হয়ে কাজ করলেন নতুন একটি কুরিয়ার সার্বিসের জন্য নির্মিত ওভিসিতে।
এখানে সাব্বির জামানের সঙ্গে মডেল হয়েছেন তার স্ত্রী রেহানা জামান এবং শিশুশিল্পী আনায়া। এটি নির্মাণ করেছেন নাভান জামান। শিগগিরই এই ওভিসিটি বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মে প্রকাশিত হবে।
সাব্বির জামান জানান, এই ওভিসিটির ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজও করবেন তিনি।