অনলাইন ডেস্ক :
লাল শাড়ি পড়িয়া, ও পরান বন্ধুয়া, রক্ত আলতা পায়ে, যায়রে যায় কন্যা যায়সহ অসংখ্য শ্রোতাপ্রিয় গানের কণ্ঠশিল্পী সোহাগ। বাংলা গানের জনপ্রিয়তার পাশাপাশি শ্রোতাদের সামনে ভিন্নরুপে হাজির হচ্ছেন সোহাগ। এই প্রথমবার হিন্দি গানে কণ্ঠ দিলেন এই শিল্পী। ইমরানের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই।
সম্প্রতি ঢাকার বিভিন্ন মনোরম পরিবেশে গানটির মিউজিক ভিডিও সম্পুর্ন হয়। গানটিতে মডেল হয়েছেন চলচ্চিত্র অভিনেতা শিপন মিত্র ও লাক্স-চ্যানেল আই সুপার স্টার (২০১৪) এর সুস্মিতা সিনহা । গানটির ভিডিও নির্মান করেন সামছুল হুদা।
উল্লেখ্য, গানটি খুব শীঘ্রই ব্লু-ড্রিমের অফিসিয়াল ইউটিব চ্যানেলে প্রকাশিত হবে।