অনলাইন ডেস্ক :
বলিউডের জনপ্রিয় আবেদনময়ী অভিনেত্রী কিয়ারা আদভানি বলেছেন, কমেডিতে পুরুষদের থেকে পিছিয়ে নারীরা। তবে নারীরা তাদের অভিনয়ের জন্য পিছিয়ে নেই। একটি হিন্দি কমেডি সিনেমায় বেশিরভাগ কৌতুক, পুরুষ চরিত্রগুলোর জন্য সংরক্ষিত থাকে। পুরুষরা প্রধান চরিত্রে থাকলেও নারী চরিত্রগুলো হয় খুব সামান্য এবং পার্শ্বচরিত্র। কমেডি সিনেমার স্ক্রিপ্টেই নারীদের কাজের পরিধিটা কম করে দেওয়া হয়। যার কারণে হিন্দি কমেডি সিনেমা মানেই পুরুষ সর্বস্ব। ২০১৪ সালে বলিউডে অভিষেক হয় কিয়ারা আদভানির। এখন পর্যন্ত দুটি কমেডিতে অভিনয় করেছেন তিনি। ২০১৯ সালে হিট হয় ‘গুড নিউজ’ সিনেমাটি। তার আসন্ন সিনেমা ‘ভুল ভুলাইয়া ২’ একটি হরোর কমেডি। এদিকে ‘ভুল ভুলাইয়া ২’ নিয়ে আশা প্রকাশ করেছেন তিনি।