বিনোদন ডেস্ক :
বাংলাদেশী চলচ্চিত্রের ড্যাশিং হিরোখ্যাত চিত্রনায়ক, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার পারিবারিক একটি ঘনিষ্ঠ সূত্র হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র মতে, তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাংলা চলচ্চিত্রের ড্যাশিং হিরো সোহেল রানাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। সত্তরের দশকের মাঝ থেকে আশির দশক পর্যন্ত তিনি সুপারস্টার ইমেজে দেশীয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার মূল্যায়নও দর্শক করেছেন। তিনি দর্শকদের অনেক সুপারহিট ছবি উপহার দিয়েছেন। দীর্ঘ চলচ্চিত্র জীবনে সোহেল রানা তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া ২০১৯ সালে তাকে আজীবন সম্মাননা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়।