অনলাইন ডেস্ক :
সিনেমাতে পা রাখছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। শুরুতেই কলকাতার সিনেমায় অভিনয় করছেন তিনি। সেখানের জনপ্রিয় পরিচালক অনুত ঘোষের ‘আরও এক পৃথিবী’ সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। চলতি মাসেই সিনেমাটির শুটে অংশ নিতে লন্ডন যাচ্ছেন অভিনেত্রী।
কলকাতার দৈনিক এই সময় এক প্রতিবেদনে জানিয়েছে, মোস্তফা সরয়ার ফারুকীর ‘লেডিস এন্ড জেন্টলম্যান’ ওয়েব সিরিজ দেখে নিজের ১০ নাম্বার সিনেমায় ফারিণকে চূড়ান্ত করেছেন অতুন ঘোষ।
সিনেমাটির গল্প মূলত চার জনের, সেখানে ফারিণের চরিত্রে নাম প্রতীক্ষা। এই চার জনের মাথায় ছাদ নেই; ফারিণের বিশ্বস্ত ছাদ নেই ১১ বছর বয়স থেকে। সেই ছাদের খোঁজেই, এক সম্পর্কের জেরে সে পৌঁছায় লন্ডনে। কিন্তু সেখানে গিয়ে বাঁধে জটিলতা।
এই সিনেমায় ফারিণ ছাড়া বাকী চরিত্রে অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য ও অনিন্দিতা বসু। এছাড়া আছেন ১২ জন শিল্পী। ‘আরও এক পৃথিবী’ মুক্তি পেতে পারে চলতি বছরের শেষে।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Binodonmail.com