অনলাইন ডেস্ক :
বলিউডের জনপ্রিয় অভিনেতা ও শিবসেনা নেতা গোবিন্দ গুলিবিদ্ধ হয়েছেন। মূলত কলকাতায় যাওয়ার কথা ছিল তার। কিন্তু পথেই নিজের বন্দুক থেকেই ভুল করে গুলি বেরিয়ে পায়ে লেগেছে গোবিন্দের।
ভারতীয় একাধিক গণমাধ্যমের খবর, মঙ্গলবার (১ অক্টোবর), ভোর ৫টার দিকে নাগাদ এই ঘটনা ঘটে। ঠিক সেই সময়ে গোবিন্দ বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আজ ভোরের ফ্লাইটে তার কলকাতায় কথা ছিল। গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। মুম্বাইয়ের একটি হাসপাতালের ক্রিটিকাল কেয়ার বিভাগে তাকে ভর্তি করা হয়েছে। জানা গেছে, গুলি তার হাঁটুতে লেগেছে।
এদিকে সংবাদ সংস্থা এএনআইকে গোবিন্দার ম্যানেজার শশী সিনহা জানিয়েছেন, আজ ভোর থেকেই কলকাতায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন তিনি। ঘটনার সময় তার লাইসেন্স করা রিভলবারটি খাপে ঢোকাতে গিয়ে, সেটি তার হাত থেকে পড়ে যায়। কিন্তু রিভলবারটি মাটিতে পড়তেই সেটি থেকে একটি গুলি বেরিয়ে তার হাঁটুতে লাগে।