কষ্টের মাঝে শ্রেষ্টত্ব অর্জন করতে হয়
সোহানুর রহমান (সোহান)
বৈশাখের প্রখর প্রাতে
তোমাকে উষ্ণ হাতে হাত রেখে
বলেছিলাম তোমাকে,
যতদিন তোমার কবিতার
মায়াবী ছন্দ থাকবে,
ততদিন থাকবো আমি
তুমি লিখে যাও তরুণ কবি
হাজারও কবিতার ছন্দে
জননন্দিত হয়ে থাকবে তুমি!
আমি জাগতিক বিশ্বাসী নই
তাই তোমার শিরা ও ধমনিতে
মিশে থাকবো
প্রিয় জন্মভূমি ” ভৈরব”।